পুরসভা ও প্রশাসনকে হুঁশিয়ারি কংগ্রেস কাউন্সিলারের

পুরসভা ও প্রশাসনকে হুঁশিয়ারি কংগ্রেস কাউন্সিলারের

Reported By : Binay Roy ৭ ই নভেম্বর, সোমবার, বহরমপুরের কংগ্রেস কাউন্সিলার হিরু হালদার ডেঙ্গু প্রসঙ্গে পুরসভা ও প্রশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন, শহরের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। তারা চুপ করে বসে থাকবেন না। যদি কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরীর নির্দেশে এবং বহরমপুর টাউন কংগ্রেসের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ করতে ওষুধ স্প্রে করলেন কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ, বহরমপুর পুরসভা মুখে বলছে এক আর কাজে অন্য রকম। ডেঙ্গু শহর জুড়ে চরম আকার নিয়েছে। অথচ তাদের কোনও হেলদোল নেই। শহরের হরিজন বস্তি এলাকায় নোংরার পাহাড় জমে আছে। সেই এলাকায় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে আছেন। এমনকি শহরের আবর্জনাও পরিষ্কার করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই কংগ্রেস কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ করতে পথে নেমেছেন। তাদের এই কাজ নিরন্তর চলবে বলে তারা জানান।

Leave a Reply

error: Content is protected !!