পুলিশি অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

পুলিশি অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

Reported By:- Binoy Roy

বেলডাঙা থানার কালীতলা-ফতেপুর এলাকার পুলিশ সোমবার রাতে একটি সফল অভিযানে গ্রেপ্তার করেছে নওসাদ মণ্ডল নামের এক অস্ত্রকারবারিকে। স্থানীয় বিএড কলেজের কাছে তল্লাশি চালিয়ে অভিযুক্তের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি ওয়ান শটার, ২টি মাস্কেট এবং ১৪ রাউন্ড গুলি।পুলিশ সূত্রে জানা গেছে, নওসাদ মণ্ডল দক্ষিণ গরীবপুরের বাসিন্দা এবং বেলডাঙায় একটি নির্দিষ্ট ব্যক্তির কাছে এসব আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে এসেছিলেন। এই তথ্য পেয়ে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালায় এবং অস্ত্রগুলো বাজেয়াপ্ত করে।মঙ্গলবার ধৃত ব্যক্তিকে বহরমপুরের এসিজেএম আদালতে হাজির করা হয়। পুলিশ এই ঘটনার ব্যাপারে আরও তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিচ্ছে। এই অভিযানের ফলে বেলডাঙা এলাকায় সুশাসন ও নিরাপত্তা নিয়ে নতুন আশা দেখা দিয়েছে। স্থানীয় মানুষজন পুলিশের কার্যক্রমকে স্বাগত জানাচ্ছেন এবং আশা প্রকাশ করছেন যে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

error: Content is protected !!