Skip to content

পুলিশের নাকা চেকিংয়ে নিষিদ্ধ কাশির সিরাপ সহ যুবক গ্রেপ্তার

Reported By :- Masud Rana

গতকাল রাতে (0.02.2025 বুধবার) সাগরপাড়া থানার দেবীপুর মাঠে পুলিশ একটি নাকা চেকিং ডিউটি পরিচালনা করছিল যখন সন্দেহজনকভাবে একজন যুবককে আটক করা হয় কর্তব্যরত পুলিশ কর্মীরা  মাফিজুল মোল্লা নামে ওই যুবকের কাছে এক নাইলনের ব্যাগ দেখতে পান। তল্লাশি চালানো হলে, ব্যাগ থেকে ১৮০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়।

এ ঘটনায় পুলিশ মাফিজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনস্তাত্ত্বিক পণ্য আইন (NDPS) অনুসারে মামলা দায়ের করেছে। মাফিজুলের বাড়ি সাগরপাড়া থানার ধনাইপুর তেলেপাড়া এলাকায়। গ্রেপ্তারের পর তাকে সাত দিনের পুলিশ হেফাজতের জন্য জেলা আদালতে পাঠানো হয়।

পুলিশের এই অভিযান সাগরপাড়ায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রতিফলন ঘটায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া সত্ত্বেও, পুলিশ আশাবাদী যে তারা আরও অভিযানে সফল হবে এবং মাদক প্রবাহ বন্ধ করতে সক্ষম হবে।

Leave a Reply

error: Content is protected !!