Reported By : Binay Roy
২১শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, পুলিশ ও পুলিশের পরিবারের স্বাস্থ্য পরীক্ষা শিবির বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। তিনি বলেন সামনে আসন্ন দুর্গাপূজা তাই পুলিশকে এবং পুলিশের পরিবারকে সুস্থ রাখার জন্যই এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিক বৃন্দ ও অন্যান্য পুলিশ কর্মীরা।