এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার IPS মোহাম্মদ সানা আখতার বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মানুষের। বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় সফল হলো। আমরা মানুষের আরও কাছে পৌঁছে যেতে পারবো এবং ভালোভাবে সবরকম পরিষেবা প্রদান করতে পারবো। ফাঁড়িতে অফিসার থাকেন, ফোর্স থাকবে, প্রয়োজনে লেডি কনস্টবল দেওয়া হবে।