Skip to content
পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে -ট্র্যাফিক পুলিশের জন্য বিশেষ কিট বিতরণ, রোদ-বৃষ্টির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত

পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে -ট্র্যাফিক পুলিশের জন্য বিশেষ কিট বিতরণ, রোদ-বৃষ্টির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত

Reported By Binoy Roy

মুর্শিদাবাদে শনিবার (24/05/2025) দুপুরে ট্র্যাফিক পুলিশ ও সিভিক পুলিশদের হাতে বিশেষ কিট ব্যাগ তুলে দেওয়া হয়েছে, যাতে রয়েছে ছাতা, সানগ্লাস, রেইন কোট এবং গ্লুকোজ প্যাকেট। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ বলেন, “রোদ-বৃষ্টি’র মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ। ট্র্যাফিক পুলিশ কর্মীরা সেই কাজ দিনের পর দিন করে চলেছেন।”

তিনি আরো জানান, এই দিতীয় কিট কর্মীদের জন্য স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই দেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, “এ দিনের পর থেকে আরও বেশি করে হেলমেটবিহীন মোটরবাইক চালকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে রাতের দিকে যাঁরা মদ্যপ অবস্থায় মোটরবাইক বা গাড়ি চালাবেন, তাঁদের ধরতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

এছাড়া, বহরমপুর নাগরিক সমাজের সদস্যরা মনে করেন, বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে মোটরবাইক চালানোর বিরুদ্ধে এবং অকারণে হর্ণ বাজানোর বিরুদ্ধেও অভিযান চালানো উচিত। তাঁরা আশা করছেন, জেলা পুলিশ সুপার এই বিষয়ে ট্র্যাফিক পুলিশকে নির্দেশনা দেবেন এবং পুরবাসিন্দাদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করবেন।

এর ফলে মুর্শিদাবাদে পথ নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

error: Content is protected !!