“পূজা” বাথটবে শুয়ে খোলামেলা অবতারে !

“পূজা” বাথটবে শুয়ে খোলামেলা অবতারে !

Reported By:- Subham Roy

আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা হল ট্রেন্ড। টলিউড থেকে বলিউড বা ভোজপুরি বা হরিয়ানভি বা সোজা হলিউড, প্রত্যেকটা ফিল্ডের অভিনেতা অভিনেত্রীরা বড় পর্দা ও ছোটপর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। কারণ, ভক্তদের সঙ্গে জুড়ে থাকতে চাইলে এর থেকে সহজ উপায় আর নেই। যাইহোক, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে টলিউড অভিনেত্রী পূজা একটি ছোট্ট পিঙ্ক পোশাক পরে ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে খুব সুন্দরী লাগছে। চুল তার কিছুটা স্টাইল করে বাঁধা, বাকিটা খোলা, মুখে চড়া মেক আপ, পায়ে সাদা স্নিকার্স জুতো। ব্যাস এই সাজগোজ নিয়ে একটি ফাঁকা বাথটবে বসে পোজ দিয়েছেন পূজা সুন্দরী, ছবির ক্যাপশনে লিখেছেন গুডমর্নিং। সত্যি বলতে, তাঁর গ্ল্যামারে মুগ্ধ অনুগামীরা। কমেন্ট বক্সে অনেকেই পূজার (Puja Banerjee) সৌন্দর্যের প্রশংসা করেছেন।আসলে, অন্যান্য অভিনেত্রীদের মতন পূজা সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়েই সক্রিয় থাকেন। ইনস্টাগ্রামে তাঁকে ২.২ মিলিয়ন মানুষ তাঁকে অনুসরণ করে থাকেন। এবং নিজের ব্যক্তিগত মুহূর্ত থেকে ছবির প্রমোশন, সবটাই শেয়ার করেন তিনি ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে।

Leave a Reply

error: Content is protected !!