“পূজা” লালপরী হয়ে রাতের ঘুম ওড়ালেন !

“পূজা” লালপরী হয়ে রাতের ঘুম ওড়ালেন !

Reported By:- News Desk

https://youtu.be/tieFGmFZJHE

টলিউড থেকে যেসব অভিনেত্রী হিন্দি ইন্ডাস্ট্রিতেও সমান তালে কাজ করছেন তাদের মধ্যে অন্যতম নাম পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। লাভেরিয়া, চ্যালেঞ্জ ২, তিন পাত্তির মতো ছবির অভিনেত্রী হিন্দি ইন্ডাস্ট্রিতেও বেশ নাম করেছেন। এখনো বড়পর্দায় সুযোগ না পেলেও বেশ কিছু হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন পুজা। বর্তমানে ফের বাংলায় ফিরেছেন তিনি। এই মুহূর্তে বাংলা নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। আগামীতে ফের বাংলা ছবিতে দেখা যাবে পূজাকে। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে কিছু ফটোশুটের ছবি শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি একটি বডি হাগিং লাল সিক্যুইনের ড্রেসে দেখা মিলল পূজার।

Leave a Reply

Translate »
error: Content is protected !!