Reported By:- Subham Roy
সিনেমা না করেও যে সিনেপ্রেমীদের মনে রাজত্ব করা যায় সেটা বারে বারে প্রমাণ করে দিচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। টলিউডের এক সময়কার প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু মুম্বই যাওয়ার পর থেকেই আর বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে। এমনকি টলিউড বা সিনেপ্রেমীরাও এক রকম ভুলতেই বসেছিল পূজাকে। কিন্তু সম্প্রতি আবারো চর্চায় উঠে আসেন তিনি। বাংলা সিনেমায় আর মুখ না দেখালেও বাংলা রিয়েলিটি শোয়ের নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন পূজা। খুব শীঘ্রই টলিউডে আবার কামব্যাকও করতে চলেছেন তিনি। তাও আবার বেশ রাজকীয় ভাবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবিতে দেখা যাবে পূজাকে। এর আগেই ‘ইন্ডাস্ট্রি’র সঙ্গে একটি রোম্যান্টিক রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পূজার সক্রিয়তা চোখে পড়ার মতো। অনুরাগীদের জন্য নিয়মিত ছবি, রিল ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। আর অভিনেত্রীর কোনো একটি পোস্ট শেয়ার করা হলেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।