সোমবার বহরমপুরে জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গোরুর গাড়ির সাহায্যে মারুতি গাড়ি টেনে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে প্রতিবাদ মিছিল করা হয়৷ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে এই মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।
