REPORTED BY:- BINOY ROY
মঙ্গলবার দুপুরে রাজ্যের নির্দেশে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে জেলা গ্রন্থাগারের কাছ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। এদিন ভীষ্মদেব কর্মকার জানিয়েছেন, কেন্দ্র যে ভাবে ডিজেল পেট্রোল রান্নার গ্যাস সহ অন্যান্য জিনিষের দ্রব্যমূল্য বৃদ্ধির করছে তারই প্রতিবাদে রাজ্যের নির্দেশে প্রতি জেলায় জেলায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। অনুরূপ ভাবে এই জেলাতেও তৃণমূল কংগ্রেস বিক্ষোভ মিছিল করেছে।
