Reported By : Subham Roy
ফ্যাশানিস্তা হিসেবে চলতি বছরে নিজেকে দারুণ ভাবে প্রমাণ করেছেন মিমি। এই ৩৬৫ দিনই তিনি নানা ভাবে নিজেকে তুলে ধরেছেন। মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই তা বুঝতে আর কোনও সমস্যা থাকে না। দারুণ ভাবে ফ্যাশানের ট্রেন্ড ফলো করেন তিনি। সেই সঙ্গে নিজেকেও ঘষামাজা করে নিয়ে গিয়েছেন একেবারে অন্য স্তরে। মিমির পছন্দ, পোশাক, রং সবকিছুই দারুণ রকম ক্লাসি। ট্র্যাডিশন্যাল সিল্ক, পার্টি ওয়্যারে যেমন তাঁকে দেখা গিয়েছে তেমন ভাবেই কো-অর্ড, মনোক্রোম্যাটিক আউটফিটেও দারুণ ভাবে নিজেকে ফিট করিয়ে নিয়েছেন মিমি।
পোশাকের সঙ্গে মানানসই গয়না, হেয়ার স্টাইল, মেকআপ- সব মিলিয়ে জমজমাট তাঁর টিম প্রেজেন্টেশন। দেশের নামী-দামী একাধিক ডিজাইনারের থেকে পোশাক বাছাই করেছেন অভিনেত্রী সাংসদ। সেই সব পোশাকেই ফটোশ্যুট করেছেন তিনি।
পেস্টা রঙের স্লিভলেস ক্রপটপের সঙ্গে একটি ফ্লেয়ার্ড প্যান্ট পরেছেন মিমি। ডিপ স্কোয়্যার কাটের এই টপ জুড়ে সিক্যুইনের খুব সুন্দর কাজ করা রয়েছে। সাধারণের মধ্যেই জমকালো। প্যান্টের প্রিন্টও খুবই স্মার্ট লুকে। এমন পোশাকের সঙ্গে খুব যত্ন করে মেকআপ করেছেন নায়িকা। চোখের তলায় হালকা কাজল দিয়েছেন।