প্যালেস্টাইনের উপর ইজরায়েলি হামলার প্রতিবাদে অবস্থার বিক্ষোভে মুর্শিদাবাদের বামফ্রন্ট

প্যালেস্টাইনের উপর ইজরায়েলি হামলার প্রতিবাদে অবস্থার বিক্ষোভে মুর্শিদাবাদের বামফ্রন্ট

Reported By:- Binoy Roy

শুক্রবার দুপুরে বহরমপুর শহরের টেক্সটাইল কলেজের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন করেন সংগঠনের নেতা ও সদস্যরা। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে , আমেরিকার মদত পুষ্ঠ ইজরায়েল নৃশংসভাবে প্যালেস্টাইনিদের উপর হত্যাকান্ড চালাচ্ছে। কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। এদের বেশিরভাগই শিশু। এই ঘটনা এখুনি বন্ধ হওয়া উচিত। এর প্রতিবাদ জানাতে আমাদের এই অবস্থান । একই সঙ্গে যুদ্ধ বিরোধী রাষ্ট্র গুলির পক্ষে ভারতের অংশ না নেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশের সরকার জোট আইন না মেনে ইজরায়িলকে সমর্থন জানাচ্ছে। আমরা এর নিন্দা করছি। এমনকি রাজ্য সরকারও কোনও কথা বলছে এর বিরুদ্ধে। তাই যুদ্ধ বিরোধী মিছিলসহ সারা দেশের সঙ্গে এর প্রতিবাদ জানাতে বামফ্রন্ট পথে নেমেছে।

Leave a Reply

error: Content is protected !!