প্রকাশিত হল হার্দিক বাভিসহীর আনস্পোকেন ট্রুথ

প্রকাশিত হল হার্দিক বাভিসহীর আনস্পোকেন ট্রুথ

Reported By News Dask

কোলকাতা (১৬ ফেব্রুয়ারী '২৩):- জীবনে চলার পথে বাঁধা বিপত্তি থাকবেই, কিন্তু শত অসুবিধা থাকা সত্ত্বেও নিজের জিত হাসিল করার চাবিকাঠি নিয়ে প্রকাশিত হল হার্দিক বাভিসহীর জীবনমুখী গ্রন্থ আনস্পোকেন ট্রুথ।

গ্রন্থ প্রকাশের শুভক্ষণে হার্দিক জানান, "এক সময় তিনি জানতে পারেন তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে, পরবর্তী সময় জনৈক দাতার থেকে একটা কিডনি পেয়ে নিজের জীবন কিছুটা গুছিয়ে নেওয়ার সময় আচমকা দুচোখের দৃষ্টিশক্তি হারান হার্দিক, তাঁর উচ্চতর শিক্ষা বাঁধা প্রাপ্ত হয়, তাঁর স্বজনরা যখন ভাবছিলেন তাঁর জীবনরেখা বোধহয় শেষের দিকে, সেই সময় নিজের আত্মশক্তির পরিচয় দিয়ে তিনি নতুন ভাবে আরো নবতম উদ্যোগে ফিরে এলেন তাঁর জীবনে। জীবন্মৃত অবস্থা থেকে সাধারণ অবস্থায় ফিরে আসার পথে হার্দিক জীবনের যে সকল অব্যক্ত সত্য-র সামনাসামনি হয়েছিলেন, সেই সকল ঘটনা রাশি নিয়েই প্রকাশিত হল আনস্পোকেন ট্রুথ।

Leave a Reply

error: Content is protected !!