Reported By:- Binoy Roy
হরিহরপাড়া- প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দিল এক যুবক। নূর মহম্মদ শেখ (৭০) নামে ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানা বারুইপাড়া এলাকায়। ওই বৃদ্ধ কোর্টে মহুরীর কাজ করেন। টাকা পয়সা সংক্রান্ত গন্ডগোলের জেরেই ওই ঘটনা বলে মনে করা হচ্ছে। দিন সকালে কুমড়াদহ ঘাট গিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ এখানে হঠাৎ করেই রাজা নামে এক যুবক ওই বৃদ্ধকে ধারালো হাসুয়া দিয়ে পেটে ও বুকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এলাকার লোক ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে গণপ্রহার দেয়। আহত নূর মোহাম্মদ শেখ কংগ্রেসের প্রাক্তন প্রধান ছিলেন