প্রকাশ্য দিবালোকে নওদাতে শুট আউটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকালে নওদা থানার অন্তর্গত সর্বাঙ্গপুরে তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ছিল ।সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কিছু তৃণমূল কর্মীর সাথে স্থানীয়একটি পুজো কমিটির কয়েকজন সদস্যের বচসা বেঁধে যায়। অভিযোগ কয়েকজন তৃণমূল কর্মী রাজ্য সড়ক ধরে প্রচন্ড জোরে গাড়ি চালিয়ে যাওয়ার ফলে ওই পুজো কমিটির সদস্যরা যখন ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলেন তাদের অসুবিধা হচ্ছিল ।তৃণমূল কর্মীদেরকে গাড়ি আস্তে চালানোর জন্য অনুরোধ করলে হঠাৎই একটি গাড়ি থেকে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ।এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক ।তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তির জন্য আনা হচ্ছে বলে জানা গিয়েছে।