বলা যেতে পারে এবার প্রায় দোরগোড়ায় হাজির ২০২৪ এর লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারের ঝড় লক্ষ্য করা যাচ্ছে দিকে দিকে। এদিকে হাতে আর যেহেতু খুব একটা বেশি সময় নেই তাই এই মুহুর্তে এককথায় সব কাজ ফেলে- নাওয়াখাওয়া ভুলে সকাল থেকেই পথে ঘুরে প্রচারে নেমে পড়ছেন বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ দলের নেতা ও কর্মীরা। বলা বাহুল্য- এই মুহুর্তে প্রচার পর্বে যেন পিছিয়ে নেই কেউই।
এদিকে সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই প্রচারে নেমে পড়ছেন বহরমপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা।