Skip to content
প্রচারে বেরিয়ে আগে রক্তদানের প্রয়োজন মনে করলেন প্রার্থী নিজে

প্রচারে বেরিয়ে আগে রক্তদানের প্রয়োজন মনে করলেন প্রার্থী নিজে

Reported By:- Binoy Roy

রক্ত দান- মহৎ দান, রক্ত দান- জীবন দান বানীটি মাথায় রেখে নির্বাচনী প্রচারে বেরিয়ে আগে রক্তদানের প্রয়োজন মনে করলেন প্রার্থী নিজে। এমনই এক ছবি উঠে এলো সংবাদ মাধ্যমের সামনে। রবিবার দুপুরে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের লালগোলা ২১ নম্বর আসনের কংগ্রেস প্রার্থী তৌহিদুর রহমান (সুমন)। পথে রক্তদান শিবির নজরে পড়লে সরাসরি তিনি হাজির হন স্থানীয় গমিলা নবীন সংঘের রক্তদান শিবিরে। সেখানে স্বেচ্ছায় তিনি রক্তদান করেন এদিন। তিনি বলেন- এটা তার ২৬তম রক্তদান। সাধারণত তিন মাস অন্তর তিনি রক্তদান করে থাকেন। নিয়মিত রক্তদান করে তিনি যথেষ্ট সুস্থ ও স্বাভাবিক বোধ করেন। বলা বাহুল্য- তার এই মনোভাবকে সাধুবাদ জানান ওই রক্তদান শিবিরের আয়োজক ও এলাকার জনসাধারণ।

Leave a Reply

error: Content is protected !!