Reported By:- Binoy Roy
সাগরদীঘিতে প্রচুর পরিমানে নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী।ধৃতদের কাছ থেকে ২৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়।ধৃত পাচারকারীরদের নাম মাধব মন্ডল ও রঞ্জিত ।ধৃতরা বিহারের সাসারাম থেকে বহরমপুরে দিকে নিয়ে যাওয়ার সময় সাগরদীঘি থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ছোট পিকআপ ভ্যান আটক করে তল্লাশি করে ২৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে।ধৃতরা কোথায় কার কাছে পাচারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলো তদন্ত করতে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আগামী কাল অর্থাৎ বুধবার আদালতে তোলা হবে।