মানুষের জন্য কাজ চলছিল আগে থেকেই।সেই পথচলার নামকরণের মধ্য দিয়ে নতুন পথ চলা শুরু করলো স্বেচ্ছাসেবী সংস্থা “প্রচেষ্টা”।বহরমপুর শহরের “মোহন মোড়” এলাকায় এই সংস্থার কার্যালয়।বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে “প্রচেষ্টা” র এই সূচনা পর্বে হাজির ছিলেন বহরমপুর সংশোধনাগারের চিকিৎসক আর এস প্রসাদ রবি ,লিপিকা স্কুলের প্রধান শিক্ষিকা সহ আরও অনেকে।উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আজ ১০০ জন দুঃস্থ মানুষকে নতুন জামাকাপড় দেওয়া হলো।এই সংস্থার অন্যতম কর্মী সুদীপ দে জানিয়েছেন দুঃস্থ ,অসহায় মানুষদের পাশে থাকার লক্ষ্যেই তাদের এই কর্মযজ্ঞ।