প্রচেষ্টা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নামাজ পড়তে আসা ভাইদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হল প্রায় শতাধিক চারাগাছ

প্রচেষ্টা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নামাজ পড়তে আসা ভাইদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হল প্রায় শতাধিক চারাগাছ

Reported By : News Desk
২২ শে এপ্রিল, শনিবার, আজ খুশীর ঈদ! সঙ্গে বসুন্ধরা দিবস পৃথিবীকে সবুজ ও পরিবেশকে সুস্থ রাখতে আজ ঈদ এর দিন সমগ্র বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে এক পবিত্র দিন। দীর্ঘ একমাস রোজার পর আজ খুশীর ঈদের নামাজ স্থলে প্রচেষ্টা ফাউন্ডেশন এর সদস্যরা পৌঁছে গিয়েছিল গীর্জার মোড়ে পূর্বতন সার্কাস ময়দানে, বর্তমানে SBSTC'র বাসস্ট্যান্ড লাগোয়া ময়দানে। সেখানে ঈদের নামাজ শেষে প্রচেষ্টা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নামাজ পড়তে আসা ভাইদের হাতে উপহার হিসেবে প্রায় শতাধিক চারাগাছ তুলে দেওয়া হয়। গাছগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পেয়ারা, বকফুল, মেহগনি। ধর্ম যার যার, উৎসব সবার--এই আপ্তবাক্যে আমরা বিশ্বাস রাখি। নামাজী ভাইয়েরা আমাদের এই ক্ষুদ্র অথচ অসামান্য উপহার পেয়ে যার পর নাই আপ্লুত, অভিভূত! তাঁরা একবাক্যে স্বীকার করেছেন যে, বর্তমানে যে প্রচন্ড দাবদাহ তার মূল ও প্রধান কারণই হচ্ছে নির্বিচারে বৃক্ষচ্ছেদন! যে হারে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে, সেই ভাবে গাছ লাগানোই হচ্ছে না। আমরা এই গাছ লাগাবো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাকে বড়োও করে তুলবো। প্রকৃতি প্রেমী কয়েকজন বন্ধুর সাথেও দেখা ও কথা হ'লো যাঁরা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগিয়েছেন। তাঁরাও আমাদের সঙ্গ কামনা করেছেন ভবিষ্যতে বৃক্ষ রোপণের জন্য। এটাই আমাদের বিরাট পাওয়া!!!

Leave a Reply

error: Content is protected !!