প্রত্যেক বছরের ন্যায় এ বছরও  কেশব চন্দ্র সেন স্ট্রীটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হলো  জাঁকজমক ভাবে

প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কেশব চন্দ্র সেন স্ট্রীটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হলো জাঁকজমক ভাবে

Reported By:- News Disk

প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কেশব চন্দ্র সেন স্ট্রীটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন হলো জাঁকজমক ভাবে। এই পুজোর পরিচালনায় ছিল পল্লীবাসী বৃন্দ।৮১ তম বছরে পা দিল পল্লীবাসী বৃন্দর এই জন্মাষ্টমী পূজা। এই পুজোটা সমগ্র পল্লীবাসী মিলে উদযাপন করেন।
পুজোতে উপস্থিত ছিলেন এমএলএ বিবেক গুপ্তা ৩৭ নম্বরের কাউন্সিলর সোমা চৌধুরী,৩৭ নম্বরের সভাপতি পিয়াল চৌধুরী, উপস্থিত ছিলেন সোমনাথ সেন,রাম সূত্রধর, বিদ্যুৎ রায়, রিনা বিশ্বাস ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিগণ

Leave a Reply

error: Content is protected !!