উত্তর দিনাজপুর ভলিবল এন্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং হাই মাদ্রাসার ব্যবস্থাপনায় শিশির গুহস্মৃতি প্রথম উত্তর দিনাজপুর আন্তঃ বিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়ন ২০২৪ এর আয়োজন ও পাশাপাশি শিক্ষা মেলা আয়োজন করা হয় রবিবার। ভলিবল টুর্নামেন্টে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে কর্ণজোড়া হাই স্কুল এবং দ্বিতীয় স্থান অধিকার করে ডালিভগাও হাই স্কুল। প্রথম স্থান অধিকার করে সমসপুর হাই স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করে বাঙাল বাড়ি হাই স্কুল। এদিন শিক্ষা মেলায় বিভিন্ন প্রদশর্নীতে প্রথম স্থান অধিকার করে দোমোহনা জি.ডি মিশন, দ্বিতীয় স্থান অধিকার করে বুড়িহান আল হুদা ব্রাইট মিশন এবং তৃতীয় স্থান অধিকার করে দোমোহনা এলিট একাডেমি। রহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাহিদুর রহমান এ প্রসঙ্গে জানান, আমাদের জেলায় প্রথম আয়োজিত হলো ভলিবল টুর্নামেন্ট। ভলিবলকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য। ১০ টি দল অংশগ্রহণ করে যার মধ্যে ৪ টি মহিলা দল ও বাকি ছয়টি ছিল পুরুষের দল। তিনি সকল পরিচালন টিমকে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সাধারণ সম্পাদক অরুপ ঘোষ, যুগ্ম সম্পাদক তথা রহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মুকুল রায়, পরিচালন সমিতির সদস্য সেখ সেলিমুদ্দিন, মুনসুর আলাম, মানারুল হক সহ আরও অনেকেই।