Skip to content
প্রথম বর্ষেই সাফল্য পেলো ‘মিস বেঙ্গল’স ভ্যালেন্টাইন'”

প্রথম বর্ষেই সাফল্য পেলো ‘মিস বেঙ্গল’স ভ্যালেন্টাইন'”

Reported By:- News Desk

২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারী, বসন্তের সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে অনুষ্ঠিত হলো 'মিস বেঙ্গল'স ভ্যালেন্টাইন' সৌন্দর্য প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। এই অনুষ্ঠানে ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন পর্বে উত্তীর্ণ হয়েছেন।

'স্বিজিৎ প্রোডাকশনস'-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সায়ন্তনী কোলে জানান, "আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যেখানে সমস্ত বয়সের, রূপের ও শারীরিক গঠন অনুযায়ী নারীরা তাঁদের সেরা সংস্করণটি উপস্থাপন করতে পারে।"

আয়োজনের সহ-প্রতিষ্ঠাতা বিজিত গুপ্ত বলেন, "এই প্রতিযোগিতায় কিশোরী, যুবতী এবং মহিলাদের পাশাপাশি 'পৃথুলা' (প্লাস সাইজ নারী) এবং রূপান্তরিত মহিলারাও অংশগ্রহণ করেছেন। এটি আমাদের সমাজের বহুমাত্রিকতা এবং নারীর সৌন্দর্যের নতুন সংজ্ঞাকে তুলে ধরেছে।"

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা, যেমন দুবাইয়ের হীরক ব্যবসায়ী কাইজার খান এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার। অন্যদিকে, 'সেরা বাঙালী ২০২৪' সম্মানপ্রাপ্ত শান্তনু গুহঠাকুরতা ও নন্দিনী ভট্টাচার্য অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি দিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।

'মিস বেঙ্গল'স ভ্যালেন্টাইন' প্রথম বর্ষেই সাফল্য অর্জন করেছে এবং এর মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও সৌন্দর্যের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!