প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গত মাসে ২০ দিনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই কর্মসূচির সমাপ্তি হচ্ছে বৃহস্পতিবার। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এবং নিজেদের কর্মী সমর্থকদের দ্বারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য চিঠি সংগ্রহ করেছে। সেই সকল চিঠির আনুমানিক ১৫ হাজার চিঠি এদিন পোস্ট করা হলো সিউড়ি পোস্ট অফিস থেকে। সিউড়ি পোস্ট অফিসে এই চিঠি পোস্ট করার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি, বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা।
