Reported By : Masud Rana
২৯ শে জানুয়ারি, রবিবার, ডোমকলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পরিদর্শনে কেন্দ্রীয় তদন্তকারী দল। ডোমকলের গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল তদন্তে এসে মাঠে মাঠে ঘুরে ১০০ দিনের কাজের খোঁজ নেন। কেন্দ্রীয় কমিটির টিম ডোমকলের বিডিও সহ আধিকারিকদের নিয়ে গড়াইমারী গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার ঘর সহ অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প আছে যেমন পুকুরের উপর লোন জমি, গাছপালা; চাষবাসের উপর লোন সেগুলো তিনারা তদন্ত করে দেখেন এবং ঘুরে ঘুরে কিছু আবাস যোজনার বাড়িও দেখেন ডোমকলের ৯ নম্বর গড়াইমারী গ্রাম পঞ্চায়েতে।