Reported By : News Desk
৬ ই আগস্ট, রবিবার, মধ্যমগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মমতা রায় সেন-এর উদ্যোগে, বারাসাত লোকসভা নির্বাচনী ক্ষেত্রের বিজয়ী সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে আজ দ্বিতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান উৎসব তথা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন করল আব্দালপুর হইতে চৌমাথা ই-রিক্সা অপারেটর্স ইউনিয়ন। আব্দালপুর হইতে চৌমাথা ই-রিক্সা অপারেটর্স ইউনিয়ন-এর তরফ থেকে সম্পাদক অলোক দাস জানিয়েছেন, রক্তদান উৎসবে রক্তদান করেছেন ৩৫ জন মহিলা সহ মোট ১০৮ জন।