Skip to content
প্রয়োজন আরো অনেক বেশি রক্তদানের; কারণ এখনও সম্ভব হয়নি কৃত্রিম ভাবে রক্ত উৎপাদন

প্রয়োজন আরো অনেক বেশি রক্তদানের; কারণ এখনও সম্ভব হয়নি কৃত্রিম ভাবে রক্ত উৎপাদন

Reported By : News Desk
৬ ই আগস্ট, রবিবার, মধ্যমগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মমতা রায় সেন-এর উদ্যোগে, বারাসাত লোকসভা নির্বাচনী ক্ষেত্রের বিজয়ী সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে আজ দ্বিতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান উৎসব তথা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন করল আব্দালপুর হইতে চৌমাথা ই-রিক্সা অপারেটর্স ইউনিয়ন। আব্দালপুর হইতে চৌমাথা ই-রিক্সা অপারেটর্স ইউনিয়ন-এর তরফ থেকে সম্পাদক অলোক দাস জানিয়েছেন, রক্তদান উৎসবে রক্তদান করেছেন ৩৫ জন মহিলা সহ মোট ১০৮ জন।

বিজ্ঞানের অগ্রগতির কারণে চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান পাঠানো সম্ভব হলেও এখনো পর্যন্ত কৃত্রিম ভাবে রক্ত উৎপাদন করা সম্ভব হয়নি। আজও যত রক্ত সংগ্রহ করা হয় তার ৫৭ শতাংশ রক্ত থ্যালাসেমিয়ার রোগীদের দিতেই লেগে যায়।

তাই আরো বেশি করে রক্তদান করা প্রয়োজন বলে সমাজকে রক্তদানে আরো বেশি করে এগিয়ে আসার অনুরোধ করলেন ডঃ কাকলি ঘোষ দস্তিদার।

রক্তদান উৎসবে স্থানীয় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জি, মধ্যমগ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবায়ন চন্দ, মধ্যমগ্রাম পৌরসভার অন্যতম পৌরপ্রধান পার্ষদ অরবিন্দ মিত্র ওরফে গণা, মধ্যমগ্রাম শহর আইএনটিটিইউসি-র সভাপতি কুমারেশ চক্রবর্তী সহ একাধিক পৌরপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি।

Leave a Reply

error: Content is protected !!