প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে ‘এস এম সি মেড এক্সপো ২৫’

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে ‘এস এম সি মেড এক্সপো ২৫’

Reported By:- Manoj Das

অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এস এম সি মেড এক্সপো '২৫ অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তার প্রদর্শনী হবে জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি এবং "এস এম সি মেড এক্সপো ২৫ "এর আহ্বায়ক মলয় পিট। শুভ উদ্বোধন হবে আগামী ১ মার্চ শনিবার, সকাল ১১টায়। এই বহু প্রতীক্ষিত প্রদর্শনীতে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শনের কেন্দ্র হিসাবে এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে। যেখানে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের অগ্রগতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত সকলের মধ্যে সংযোগ গড়ে উঠবে।

উদ্বোধন হবে ১ মার্চ,, সকাল ১১টায় বিশিষ্ট অতিথি ও স্বাস্থ্য পরিষেবা বিশেষজ্ঞদের উপস্থিতিতে । এখানে অংশগ্রহণ করবেন প্রায় ২,০০০চিকিৎসক ও বিশেষজ্ঞ প্রায় ১৫০স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং প্রায় ১০০ ওষুধ বিপণন কোম্পানি অংশগ্রহণ করবে। রোগীরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করার এবং উন্নত চিকিৎসা সম্পর্কে জানার সুযোগ পাবেন। এশিয়ার খ্যাতনামা লিভার ট্রান্সপ্লান্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সুরেশ কুমার সিংভী ১ ও ২ মার্চে উপস্থিত থাকবেন। প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্পের অন্তর্দৃষ্টি ঘটবে এই সম্মেলনে। আধুনিক চিকিৎসা পরিষেবার ভবিষ্যতের নতুন পথ উন্মোচন করবে এবং অত্যাধুনিক উদ্ভাবন সমূহ সকলের সামনে তুলে ধরবে। যেমন। এআই এর মাধ্যমে চিকিৎসা সমাধান, হাসপাতাল অটোমেশন এবং পরবর্তী প্রজন্মের রোগ নির্ণয়ের প্রযুক্তি। লাইভ প্রদর্শনী, যেখানে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি তুলে করা হবে। বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা যেখানে এআই-এর ভূমিকা, রোগ নির্ণয়, রোগীর যত্ন ও হাসপাতাল ব্যবস্থাপনায় কীভাবে পরিবর্তন আনছে তা নিয়ে আলোচনা হবে। শিল্প উদ্যোগী, নীতিনির্ধারক ও স্বাস্থ্য পরিষেবা পেশাদারদের সাথে নেটওয়ার্কিং-এর সুযোগ। এই উদোগ্যে উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রচারের লক্ষ্যে চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য গুলোর উপর আলোকপাত করবে এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নতুন উদ্ভাবনের অনুপ্রেরণা জাগিয়ে তুলবে। ১ মার্চ ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস এর পরিচালনায় ছয় দেশের শতাধিক বিজ্ঞানীদের নিয়ে পাশাপাশি ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন এর শুভ উদ্বোধনও হবে। এই উপলক্ষে আয়োজিত কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এম ডি, এস আই সার্জিকালের সঞ্জয় মুখার্জি, আয়োজক সংগঠনের উপদেষ্টা ডা:সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ডা: সুজিত ভট্টাচার্য্য ও সংস্থার কোষাধক্ষ আব্বাসউদ্দীন মোল্লা, সৈয়দ মুশারফ হোসেন,ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহবায়ক শংকর মণ্ডল, ও নির্জন নন্দী সহ আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!