কংগ্রেস প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, প্রার্থী পদ থেকে সরে যেতে বলছে তার জন্য টাকার প্রলোভন দেখানো হচ্ছে। নানান কারনে অধীর চৌধুরী এখন প্রার্থীদের নিয়ে প্রচারে নামছেন। কিছুদিন থেকে ৮নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মিলনি মন্ডলকে ভয় দেখানো হচ্ছে যাতে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেন। না মানায় ৩০ লক্ষ টাকার প্রলোভন দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে। সে কারনে অধীর চৌধুরী নিজে প্রার্থীর মনোবল শক্ত করতে নিজে উপস্থিত হয়ে ওয়ার্ডে প্রচার করলেন। জানালেন, বিল্লি চুহারা এখন মদ মাংস বিলি করছে। ভোট দেওয়া আপনাদের অধিকার। যাকে মন চায় ভোট দিন কিন্তু দিন। আমরা বলছি না যে আমাদেরই দিন কিন্তু ভোট দিন। মমতা ব্যার্নাজী ৩ বারের মুখ্যমন্ত্রী তার রাজ্যে এক মহিলার উপর অত্যাচার করছে। এলাকার কিছু দুষ্কৃতিরা পুলিশের সাথে মিলে অত্যাচার চালাচ্ছে।