এদিন অধীর বাবু বলেন, কান্দীর রণগ্রাম ব্রীজের অবস্থা ভীষণ খারাপ। আমরা চেয়েছিলাম ওই ব্রীজ সংস্কার বা পাশ দিয়ে নতুন ব্রীজ হোক। এই বিষয় নিয়ে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে আগামী ১৫ ই নভেম্বর কোভিড বিধি মেনে একটি পদযাত্রা করে কান্দী এসডিও কে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিই। তাই অনুমতি নেওয়ার জন্য এসডিও কে চিঠি দেওয়া হয়। গত ২৮ অক্টোবর এসডিও সাহেব মিছিলের অনুমতি দেন। তার ঠিক ১৫ দিন পরে গতকাল অর্থাৎ ১১ ই নভেম্বর কোভিড বিধির জন্য আমাদের মিছিল বা ডেপুটেশন দেওয়ার অনুমতি বাতিল করে চিঠি দেন কান্দী এসডিও। প্রশাসনের এই পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুললেন অধীর বাবু।