Skip to content
প্রসূতি সহ মুমূর্ষু রোগীদের জন্য প্রতিটি ট্রেনে চিকিৎসক সহ একটি কামরা বরাদ্দ করার দাবি

প্রসূতি সহ মুমূর্ষু রোগীদের জন্য প্রতিটি ট্রেনে চিকিৎসক সহ একটি কামরা বরাদ্দ করার দাবি

Reported By : Binay Roy
১০ ডিসেম্বর, রবিবার, প্রসূতি সহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের জন্য অবিলম্বে প্রতিটি ট্রেনে চিকিৎসক রেখে একটি কামরা বরাদ্দ করা হোক। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এপিডিআর-এর মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে এই দাবি তোলা হল রবিবার। বহরমপুর শহরের স্বর্ণময়ী এলাকায় আজ একটি সভা করা হয় সংগঠনের পক্ষ থেকে। সেই সভায় দাবি করা হয়, বহরমপুর শহরের মধ্যে চলা টোটো চালক দের কাজ কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে কয়েক হাজার যুবক বেকার হয়ে পড়বে। এর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। এ ছাড়াও সীমান্ত বর্তী গ্রাম গুলিতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আশ্রয় নিয়ে তাদের জীবন ও জীবিকার উপর থাবা বসাচ্ছে। এর আগেও প্রতিবাদ জানানে হয় সভা মঞ্চ থেকে।

Leave a Reply

error: Content is protected !!