আয়োজক সঞ্জীব দাস জানান, সুমিত স্যার আমাদের সকলের খুব প্রিয় মানুষের মধ্যে একজন এবং সাগরদীঘিতে থাকাকালীন তিনি আমাদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। এছাড়াও যখনই কোনো মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হত তারা স্যারকে জানালে স্যার যেকোনো ভাবে তাদের রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। তাই স্যারের জন্মদিনকে স্মরণীয় করতেই তাদের এই মহতি উদ্যোগ। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘী সমস্ত উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জি, B.M.O.H A.M সামিম শেখ, বিশিষ্ট অভিনেতা রবিন দত্ত, ইফতিকার আলম, পরিতোষ বন্দপাধ্যায়ে প্ৰমুখ ব্যাক্তিবর্গ।