প্রাক্তন ওসির জন্মদিন উপলক্ষে সাগরদিঘীতে রক্তদান শিবির

প্রাক্তন ওসির জন্মদিন উপলক্ষে সাগরদিঘীতে রক্তদান শিবির

Reported By : Masud Rana ৯ ই ডিসেম্বর, শুক্রবার, সাগরদিঘীর প্রাক্তন ওসি শ্রী সুমিত বিশ্বাসের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। কাজের সূত্রে তিনি সাগরদিঘী থেকে জঙ্গিপুর চলে গেলেও সাগরদিঘীর প্রাক্তন ওসি শ্রী সুমিত বিশ্বাসকে ভোলে নি সাগরদিঘীর স্বেচ্ছাসেবীরা। ৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী সুমিত বিশ্বাসের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে সাগরদিঘীর স্বেচ্ছাসেবী সংগঠন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিনের শিবিরে ৩০জন রক্ত দাতা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় ট্রাস্ট এর পক্ষ থেকে। তরঙ্গ ওয়েলফেয়ার সভাপতি ইফতিকার আলাম জানান, সাগরদিঘির প্রাক্তন ওসি সুমিত বিশ্বাস এই দিনটিতে উপস্থিত থাকলে খুব ভালো হত।

আয়োজক সঞ্জীব দাস জানান, সুমিত স্যার আমাদের সকলের খুব প্রিয় মানুষের মধ্যে একজন এবং সাগরদীঘিতে থাকাকালীন তিনি আমাদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। এছাড়াও যখনই কোনো মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হত তারা স্যারকে জানালে স্যার যেকোনো ভাবে তাদের রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। তাই স্যারের জন্মদিনকে স্মরণীয় করতেই তাদের এই মহতি উদ্যোগ। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘী সমস্ত উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জি, B.M.O.H A.M সামিম শেখ, বিশিষ্ট অভিনেতা রবিন দত্ত, ইফতিকার আলম, পরিতোষ বন্দপাধ্যায়ে প্ৰমুখ ব্যাক্তিবর্গ।

Leave a Reply

error: Content is protected !!