Reported By : অভিজিৎ হাজরা
৩০ শে আগস্ট, বুধবার, ফুল -পাতা দিয়ে নিজেরা রাখি তৈরী করে রাখি বন্ধন উৎসব পালনকরল গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা। নিজদের বাগানের ফুল পাতা দিয়ে নিজেরাই রাখি তৈরী করল প্রথম শ্রেণীর ছাত্রী দেবাংশী,মৌপ্রিয়া, দ্বিতীয় শ্রেণীর মেঘনা, হিমাংশু, তৃতীয় শ্রেণীর রূপ, রিমি, চতুর্থ শ্রেণীর সুস্মিতা, সুব্রত।