Reported By:- অভিজিৎ হাজরা , উলুবেড়িয়া , হাওড়া
উলুবেড়িয়া ১ নং ব্লকের অধীনস্থ হাটগাছা ১ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের এক অভিনব উদ্যোগ । বিদ্যালয়ের বাগানের বিভিন্ন রঙের পাতা ও ফুল দিয়ে বানানো হলো পরিবেশ বান্ধব রাখি।আগামী শনিবার রাখি বন্ধন উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকছে।তাই ছাত্র ছাত্রীদের নিয়ে আগামী কাল রাখি বন্ধন উৎসব পালন করা হবে।ছাত্র ছাত্রীরা নিজেরাই বাগান থেকে ফুল তুললো,বিভিন্ন রঙিন পাতা তুললো ,বাড়ি থেকে নিয়ে আনলো ধান আর সেই সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে তুললো বিভিন্ন ধরনের রাখি। এর ফলে শিশুদের মধ্যে যেমন সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ ঘটলো সাথে সাথে পরিবেশকে নিয়ে চিন্তা ভাবনা করার উৎসাহ গড়ে উঠলো।বিশেষ করে পরিবেশের পক্ষে যে সমস্ত জিনিস ক্ষতিকর ,সেই সমস্ত জিনিস বর্জন করে কিভাবে বিকল্প উপায়ে আমাদের বিভিন্ন কাজের জিনিষ ও উৎসবেও পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে আনন্দমুখর করে তুলতে পারে সেই চিন্তা ভাবনার বিকাশ ও উৎসাহ প্রদান করতে বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকারা এগিয়ে এলো। এতে করে ছাত্র ছাত্রীদের মনে বিকল্প জিনিস ব্যবহার করার অভ্যাস গড়ে উঠবে।তাই আগামীদিনের রাখি বন্ধন উৎসব পালন করবে বাজারজাত প্লাস্টিকের রাখি বর্জন করে পরিবেশ বান্ধব রাখি পরিয়ে এই উৎসবে মেতে উঠবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন , ” শিশুদের কে আগামীর সুস্থ সুন্দর নির্মল সমাজ গঠনের দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার নতুন দিশা দেখাতে পেরে আমরাও আনন্দিত ” ।