Reported By : অভিজিৎ হাজরা
৭ ই অক্টোবর, শনিবার, পৃথিবীর সর্বকালের সর্বদেশের অন্যতম শ্রেষ্ঠ ননসেন্স রাইমের গ্রন্থ হল সুকুমার রায়ের লেখা -
' আবোল তাবোল '।১৯২৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল রায় পরিবারের- ই প্রকাশনা সংস্থা ' ইউ রায় এন্ড সন্স ' থেকে।তারপর ১০০ বছর হয়ে গেল।বইটি এখনো সমান শিশুদের প্রিয়।অসংখ্যবার গ্রন্থটি মুদ্রিত হয়েছে কিন্তু বিক্রিতে ভাঁটা আসেনি কখনো।এর প্রতিটি ছড়া বা কবিতাই শিশুদের আবৃত্তিযোগ্য।যুগ যুগ ধরে নানা প্রজন্মের শিশু - কিশোরেরা এগুলি আবৃত্তি করে নির্মল আনন্দ পেয়ে আসছে।