প্রাথমিক বিদ‍্যালয়ে ডেঙ্গু  সচেতনতা

প্রাথমিক বিদ‍্যালয়ে ডেঙ্গু সচেতনতা

Reported By : অভিজিৎ হাজরা
৪ ঠা সেপ্টেম্বর, সোমবার, গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রে তথা আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত সোনামুই সাবালয় প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু সর্তকতার জন‍্য সরকারি

দপ্তর থেকে বিদ‍্যালয়ে মশা নিরোধক েস্প্র করা হল। ডেঙ্গু সতর্কতা নিয়ে ছাত্র-ছাত্রীরা আলোচনা করে সকলকে সজাগ করে দেয়। ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন‍্য শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক গণ ও ছাত্র-ছাত্রীরা সকলে মিলে বিদ‍্যালয়ে আলোচনা করে একটি সভার আয়োজন করে। আলোচনা সুন্দরভাবে হওয়ার জন‍্য বিদ‍্য‍ালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত অরুণ কুমার পাত্র সকলকে ধন‍্যবাদ জানান।

Leave a Reply

error: Content is protected !!