Reported By:- MASUD RANA
১২ ই আগস্ট অর্থাৎ গতকাল শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দয়ারামপুর থেকে প্রায় ১১ কেজি রুপো উদ্ধার করল ১৪১ নম্বর বিএসএফ জওয়ানরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ ৩ হাজার ৩৬০ টাকা। বিএসএফ সূত্রে জানা যায় মুর্শিদাবাদের জলঙ্গি থানার পরাশপুর এলাকার বাসিন্দা ৩৪ বছরের যুবক কালো মন্ডল প্রায় ১১ কেজি রুপোর বল বাংলাদেশ পার করার চেষ্টা করছিলেন।
সীমান্ত এলাকায় তার ঘোরাঘুরি দেখে সন্দেহ জনক ভাবে কর্তব্যরত বিএসএফরা তল্লাশি চালাই। তারপরেই উদ্ধার হয় প্রায় ১১ কেজি রুপোর বল। রুপোর বল সহ ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ জওয়ানরা।
