Reported By:- Binoy Roy
রঘুনাথগঞ্জ থানার তালায় মোর থেকে প্রায় ২৫০ কেজি গাজা উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ এদিন গোপন সুত্রে খবর পেয়ে NH34 এ তল্লাসি চালায় তল্লাসি চলা কালীন ১০ চাকা লড়ি থেকে গাজা উদ্ধার হয় ড্রায়ভারের সঙ্গে কথা বলে জানা যায় এই গাজা উত্তরবঙ্গ থেকে নদীয়ার চাক দার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল যার আনুমানিক মূল্য কেজি প্রতি ১০ হাজার টাকা