Skip to content
প্রেমিকের বাড়ির সামনে ধরে না বিবাহিত প্রেমিকার

প্রেমিকের বাড়ির সামনে ধরে না বিবাহিত প্রেমিকার

বাড়ির সামনেই নিজের গলা কাটলেন বিবাহিত প্রেমিকা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ উদ্ধার করে নিয়ে আস ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের।ধরনারত মহিলার নাম চামেলী খাতুন, এবং তার প্রেমিকের নাম বাবুসোনা।প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসা এক বিবাহিত মহিলাকে মারধরের অভিযোগ উঠল যুবকের পরিবারের বিরুদ্ধে। এমনকি অভিযুক্ত যুবকের পরিবার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলেও অভিযোগ। পরিস্থিতির মেনে নিতে পারেনি ওই ধর্ণায় বসা ওই মহিলা। নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর মুর্শিদাবাদের ডোমকল থানার ভগিরথপুর এলাকায়। অভিযোগ, ডোমকলের কামুড়দিয়াড় এলাকার ওই বিবাহিত মহিলার সঙ্গে ভগিরথপুরের এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন হোটেল ও সিনেমা হলে দেখা করতেন তারা, এবং শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন। মহিলার দাবি, এই সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পরে বাচ্চা নষ্ট করাতে বাধ্য হন। এরপরও যুবক তাকে বিয়ে করতে রাজি হয়নি।এই মর্মে ডোমকল থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই মহিলা। অভিযোগের পর তিনি ভগিরথপুরে যুবকের বাড়ির সামনে ধর্ণায় বসেন। সেই সময় যুবকের পরিবারের সদস্যরা তাকে মারধর করে এবং এলাকা থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এরপরেই নিজের গলায় ধারালো জিনিস দিয়ে কাটতে শুরু করেন তিনি। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।অন্যদিকে, অভিযুক্ত যুবকের মা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তার ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!