প্রেমের টানে আমেরিকা থেকে সোজা মুর্শিদাবাদ

প্রেমের টানে আমেরিকা থেকে সোজা মুর্শিদাবাদ

Reported By: Masud Rana

YouTube Link:

প্রেমের টানে আমেরিকা থেকে ভারতের মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি এলাকায় এলো প্রেমিকা। ঐ প্রেমিকা বাড়িতে আসতেই ভিড় জমিয়েছে স্থানীয়রা। ঐ যুবতীর নাম রাইহান আক্তার। যুবক মুশাফির হোসেন। তাদের দেখতেই ভিড় জমিয়েছেন স্থানীয়রা। জানাগেছে, মুর্শিদাবাদের রানীনগর সীমান্তের যুবক মুশাফির বর্তমানে গ্রাজুয়েট উত্তীর্ণ। আগে সে ছিল টিকটক স্টার। তখন থেকেই আলাপ বাংলাদেশের তরুনী রাইহান আক্তারের। যদিও সোসাল মিডিয়ায় পরিচিতি বলে দাবী প্রেমিক যুগলের।

আমেরিকা থেকে এলেও পরিচিত কিন্তু বাংলাদেশ। ভাইয়ের সূত্র ধরে একে একে বাংলাদেশ থেকে পাড়ি দেই আমেরিকায়। নিবাশি বাংলাদেশ কিন্তু আমেরিকার প্রবসি সে। আর সেখান থেকেই তিন বছরের প্রেমের আলাপে পাড়ি প্রেমিকের কাছে। গতকাল রবিবার কলকাতার এয়ারপোর্টে এসে পৌছালে যুবক মুশাফিরের পরিবার গিয়ে যুবতীকে নিয়ে আসে তাদের বাড়িতে। সোমবার বাড়ি পৌছাতেই ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

সোমবার সন্ধ্যেই তাদের সামাজিক নিয়মে বিবাহ হবে বলে জানান যুবকের বাবা।

স্থানীয়রাও জানাচ্ছেন, বিদেশ থেকে যুবতী আসতেই নজর কাড়ছে। তাতেই এক ঝলক দেখা।

যুগলেরা জানায়, দুই পরিবারের সম্মতিতেই হবে বিয়ে। তবে যুবতির বাড়ির লোকজন কি জানেন এইসব কাহিনি। প্রশ্নটা গভীরের।

Leave a Reply

error: Content is protected !!