প্রেমে প্রত্যাখ্যান হয়ে অভিমানে আত্মঘাতী এক কিশোরি

প্রেমে প্রত্যাখ্যান হয়ে অভিমানে আত্মঘাতী এক কিশোরি

REPORTED BY:- MASUD RANA


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সাগরপাড়া থানার খয়রামারী অঞ্চলের আরএনডিপাড়া এলাকায়। জানা যায়,তহিদা খাতুন নামে এক কিশোরী (১৫) সঙ্গে পাড়ারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এর পর বিয়ের কথাবার্তা চলছিল। পরে ছেলের বাবা ইন্দাদুল মোল্লা ওই কিশোরীকে অপমান করে এমনকি গায়ে হাত দিয়ে মারার অভিযোগ উঠেছে। এর ফলে ওই কিশোরী অভিমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবকের পরিবারের লোকজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন। অভিযুক্ত যুবকের নাম মাসিম মোল্লা (২০),পিতা- ইন্দাদুল মোল্লা। ঘটনার পর অভিযুক্ত যুবকের নামে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর পুলিশ মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!