মৃত ঐ গৃহবধূর নাম ঝর্ণা খাতুন (18)। বৃহস্পতিবার সকালে ঐ ঘটনায় চাঞ্চল ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের বঘারপুর রমনা মাঠপাড়া এলাকায়। ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানাগেছে, জলঙ্গীর দুর্লভেরপাড়ার ঝর্না খাতুন ডোমকল কলেজে পাঠরত ছিল। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ডোমকলের বঘারপুর রমনা মাঠপাড়া এলাকার গোলাম মুর্তজার সাথে।