Skip to content
https://gtvlivenews.com/wp-content/uploads/2024/12/ff.jpg

“ফটোফুনিয়া”: শখের ফটোগ্রাফির একটি নতুন অধ্যায় ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে

আগামী ২৫ ও ২৬শে ডিসেম্বর আই সি সি আর এর বেঙ্গল গ্যালারিতে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ফটোফুনিয়া ইন্টারন্যাশনাল ফটোগ্রাফীর ষষ্ঠ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী।২৫ শে ডিসেম্বর বিকেল পাঁচ ঘটিকায় প্রদর্শনীর উদ্বোধন করবেন স্বনামধন্য ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার শ্রী অনুপম হালদার, লাইট রিডিং ফটোগ্রাফীর কর্ণধার ফটোগ্রাফার মেন্টর ও জাজ শ্রী সন্তু অধিকারী এবং জাতীয় পুরস্কার বিজয়ী কনিষ্ঠতম অভিনেতা শ্রী ঋদ্ধি সেন।দ্বিতীয় দিন ২৬ শে ডিসেম্বর প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী চিত্রশিল্পী শ্রী কিংশুক সরকার এবং রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক ও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়। ঘুরতে বেড়াতে ভালবাসে ও ছবি তুলতে ভালবাসে এমন কিছু শখের ফটোগ্রাফার মিলে ৯ই জুন ২০১৮ সালে গড়ে তুলেছিল ফেসবুক ফটোগ্রাফি গ্রুপ "ফটোফুনিয়া"। Photography for fun অর্থাৎ ফটোগ্রাফীর মাধ্যমে আনন্দ খুঁজে নেওয়াই এর মূল মন্ত্র। চিফ এডমিন কলকাতার শ্রীমতি জয়ন্তী সরকার ও শিলিগুড়ির শ্রী সুব্রত রায়চৌধুরী ছিলেন এই গ্রুপের মূল কান্ডারী। পরে এদের সঙ্গে এডমিন হিসেবে যোগ দেন শিলিগুড়ির শ্রী নবীন সাহা। আর এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় চারাগাছ থেকে আজ এই গ্রুপ বিশাল মহীরুহে পরিণত হয়েছে। বর্তমানে ৯৯ টি দেশের ৭২০০ জন সদস্য আছেন এই গ্রুপে। মূলত এটি শখের ফটোগ্রাফারদের গ্রুপ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক সহ বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে আছে স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা। সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় ফটোফুনিয়া আজ ষষ্ঠ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছে। কলকাতার ICCR ও শিলিগুড়ির রামকিঙ্কর গ্যালারিতে পাঁচটি ফটোগ্রাফি প্রদর্শনী এবছর ২৫ ও ২৬শে ডিসেম্বর কলকাতার ICCR এর বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলার সাথে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ত্রিপুরা, তামিলনাড়ু, কেরালা ইত্যাদি রাজ্যের এবং নাইজেরিয়া ও USA এর থেকেও একশোর বেশি ফটোগ্রাফারের তিনশোর বেশি ছবি প্রদর্শিত হবে। এই প্রদর্শনীতে ল্যান্ডস্কেপ, ওয়াইল্ড লাইফ, ম্যাক্রো, স্ট্রিট, পোর্ট্রেট, ফ্যাশন, ফেস্টিভ্যাল, মনোক্রম, ডকুমেন্টরি ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ছবি থাকছে।

Leave a Reply

error: Content is protected !!