Skip to content
ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে চলন্ত মালগাড়িকে সজোরে ধাক্কা মারে একটি লরি

ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে চলন্ত মালগাড়িকে সজোরে ধাক্কা মারে একটি লরি

Reported By : Binay Roy
২২ শে আগস্ট, মঙ্গলবার, মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে চলন্ত মালগাড়িকে সজোরে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ঘাতক লরি সহ একটি ট্রাক্টর। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় লরি ও ট্রাক্টর গাড়ির চালক। অন্যদিকে মঙ্গলবার ভোররাতের এই ঘটনায় ব্যারেজের রেলিং ভেঙে দীর্ঘ সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় ফরাক্কা ব্যারেজ তথা ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- এদিন ভোরে মালদা থেকে একটি মালগাড়ি যাচ্ছিলো ফরাক্কার দিকে। সেই সময় রেল লাইনের পাশাপাশি জাতীয় সড়কেও একটি লরি মালদা থেকে ফরাক্কার দিকে যাওয়ার সময় অপর দিক থেকে চলে আসে একটি ট্রাক্টর। লরিটি ব্রিজের উপর অতিরিক্ত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমত ধাক্কা মারে ট্রাক্টরটিকে। এরপর বেসামাল হয়ে লরিটি ব্যারেজের রেলিং ভেঙে সজোরে ধাক্কা মারে চলন্ত মালগাড়িটিকে। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও রীতিমতো ভাবে ক্ষতিগ্রস্ত হয় লরি ও ট্রাক্টর গাড়িটি। লরির ধাক্কায় ভেঙে যায় ব্যারেজের রেলিংও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় CISF ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত লরি ও ট্রাক্টরটিকে উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। ঘটনায় দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয় ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে।

Leave a Reply

error: Content is protected !!