বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে ৪ জন কিশোর নিখোঁজ হয়ে গেছে। গত দেড় বছর আগে এই কাজী নজরুল ইসলাম হোম থেকেই 11 জন কিশোর নিখোঁজ হয়ে যায়। তার রেস কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল চারজন কিশোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরের গ্রিল কেটেই এই চারজন কিশোর পালিয়ে গেছে।
কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা? সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী? হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়লো না কেন? পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোন রহস্য উঠছে সেই প্রশ্ন।