Reported By:- Binoy Roy
বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ফারাক্কায় পুলিশের একজন এএসআইকে তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত হতে হয়েছে। এ ধরনের ঘটনা আমাদের পুলিশ প্রশাসনের ওপর আক্রমণের চিহ্ন।” তিনি উল্লেখ করেন যে, এই ধরনের নৈরাজ্য জনগণের নিরাপত্তার জন্য ক্ষতিকর।এদিকে, বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় এক শিক্ষক আক্রান্ত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্তরা শিক্ষকের ওপর হামলা চালাচ্ছেন। এই ঘটনার পর শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এখনও ধরা পড়েনি।অন্যদিকে, দিঘা পর্যটন কেন্দ্রের বিষয়ে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামের উদ্বোধনের সময় জানিয়েছিলেন যে, দিঘা পর্যটকদের বিশ্বমানচিত্রে স্থান করে দেবে। তবে এখন অভিযোগ উঠেছে, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কারণেই পর্যটকরা করের নামে হেনস্থার শিকার হচ্ছেন। এ বিষয়ে প্রশ্ন উঠেছে, “কেন পর্যটকদের হোটেলে তালা দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হলো?” এ সকল ঘটনার ফলে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে। কিভাবে এই সমস্যাগুলোর সমাধান হবে, সেটাই এখন দেখার বিষয়।