Reported By : Masud Rana
১৪ ই ডিসেম্বর, বুধবার, ফারাক্কা ব্লকের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ ফারাক্কা বিডিও অফিসের সামনে পথ সভা ও বিডিওর কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি। মূলত সাত দফা দাবি নিয়ে আজ এই ডেপুটেশন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের লিস্ট সঠিক তদন্ত করে নিরপেক্ষভাবে ICDS,AASHA,কর্মী ও BDO অফিসের কর্মীদের দিয়ে করাতে হবে।প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট পক্ষপাতিত্ব হওয়া অনুপযুক্তদের নাম লিস্ট থেকে অবিলম্বে বাতিল করতে হবে।গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতির অধীনস্থ সমস্ত গ্রামগুলি রাস্তা, পানীয় জল,ড্রেন পরিষ্কারের কাজ কর্তৃপক্ষকে বারবার বলা সত্বেও কোন কাজ হয়নি।এমনকি ব্লক আধিকারিককে বলেও কোনরকম সুরাহা হয়নি উক্ত কাজগুলির। গোপালনগর ব্রিজের কাজ অবিলম্বে করতে হবে।এরকম একাধিক দাবি নিয়ে আজ পথ সভা ডেপুটেশন কর্মসূচি প্রদান করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর বাসির, কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি হেদায়েতুল ইসলাম, বুলবুল, কংগ্রেস নেতা মুকুল ইসলাম, আশরাফ হোসেন প্রমুখ।