ফিরহাদ হাকিমকে কটাক্ষ করলেন বিমান বসু

ফিরহাদ হাকিমকে কটাক্ষ করলেন বিমান বসু

Reported By : Binay Roy ৮ ই নভেম্বর, মঙ্গলবার, বহরমপুরের ঋত্বিক সদনে কমরেড সুধীন সেনের জন্মশতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে সভায় বক্তব্য রাখার সময় বিমানবাবু বলেন, যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোক বসেছিলেন, সেই কলকাতা মেয়রের চেয়ারে বসে একটা মানুষ অসংযত কথা বলছেন। যেটা কাম্য নয়। ফিরহাদ হাকিমের নাম না করে তিনি একথা বলেন। তিনি আরও জানান, আসলে যেসব মানুষ ভুলভাল কথা বলেন তারা কথা কম বললেই ভালো। ভারতবর্ষ তো সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশ। সেই গণতন্ত্র আজ আক্রান্ত। এরপর আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি জানান, এখনই কিছু বলা না গেলেও ভোট দেওয়ার জন্য লড়াই করতে হবে।

Leave a Reply

error: Content is protected !!