২২শে ফেব্রুয়ারী ২০২৫ অর্থাৎ শনিবার মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ফুলপুর কলোনিতে গত দু বছরে সাপের আতঙ্কের ভয়াবহ স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে। দুই বছর আগে সাপের কামড়ে চারজন মারা গিয়েছিলেন এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছিলেন। সেই ঘটনা ভুলতে না ভুলতেই, আজ আবারো স্থানীয় একটি কাঁচা বাড়ির নির্মাণকাজ চলাকালীন একটি ভয়ঙ্কর আকৃতির সাপ বেরিয়ে আসে।
এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ সেই সাপ দেখতে ভিড় জমায়। তবে, অবাক করা ব্যাপার হল, মানুষ যখন সাপটিকে লাঠির সাহায্যে সরাতে যায়, তখন সেই সাপ বাড়িটি ছাড়তে নারাজ হয়ে পুনরায় ফিরে যেতে চেষ্টা করে।
ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা রানীতলা থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে দ্রুতই পুলিশ উপস্থিত হয় এবং বনদপ্তরকে অবহিত করে। বনদপ্তরের একটি বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা সাপটিকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের প্রচেষ্টা বিফল হয়। সাপটি নিখোঁজ হয়ে যায় এবং বনদপ্তরের টিম খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়।
এখন এলাকার বাসিন্দাদের মাঝে একটাই প্রশ্ন উঠেছে—আবার কি সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হবে? স্থানীয়রা তাদের আতঙ্কের কথা শেয়ার করতে শুরু করেছে এবং আসন্ন বিপদের আশঙ্কা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।