ফেরাতে হবে শিক্ষার হাল : দাবি নিখিল বঙ্গ শিক্ষক সমিতির

ফেরাতে হবে শিক্ষার হাল : দাবি নিখিল বঙ্গ শিক্ষক সমিতির

Reported By : News Desk

১০ ই নভেম্বর, বৃহস্পতিবার, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সাংবাদিক বৈঠক করে জানান, পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। শিক্ষাঙ্গনগুলি যেন এক একটি রেশনের দোকানে পরিণত হয়েছে। একজন প্রধান শিক্ষকের যে কাজ থাকে তার বাইরেও ১৭টি ভিন্ন সরকারী কাজ করতে হয় তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মাদ্রাসাগুলিতে নিয়োগ নেই। অতীতে কখনো এত শিক্ষক শূন্যতা দেখা যায়নি। গত দশ বছরে শিক্ষার মান নেমে গেছে। এর বিরুদ্ধে এবং শিক্ষার হাল ফেরাতে সংগঠন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও যাবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত তারা জানান, আগামী ১২ ও ১৩ তারিখ তাদের দশম সম্মেলন হবে বহরমপুর রবীন্দ্র সদনে। আরও জানা যায়, সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুজন চক্রবর্তী।

Leave a Reply

error: Content is protected !!